নিজস্ব প্রতিবেদক : উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) শিক্ষার্থীদের সৃজনশীল পরীক্ষার প্রশ্নপত্রে সাতটি প্রশ্নের পরিবর্তে ছয়টি রাখার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাধারণ ছাত্রসমাজের’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে নটর ডেম কলেজের শিক্ষার্থী অভিষেক রায় বলেন, সৃজনশীল প্রশ্নে আগে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হতো। কিন্তু এখন নতুন সিদ্ধান্ত অনুসারে, ২০১৭ সালের পরীক্ষায় সাত বিষয়ের প্রতিটিতে সাতটি করে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুলের শিক্ষার্থী মো. নাইম বলেন, আগে ছয়টি প্রশ্নের উত্তর লিখতে সময় দেওয়া হতো ২ ঘণ্টা ১০ মিনিট। এর প্রেক্ষিতে প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে আমরা সময় পেতাম ১৮ থেকে ২০ মিনিট। এ হিসাবে ছয়টি প্রশ্নের উত্তর লিখতে সময় লাগে দুই ঘণ্টা। খাতা পুনরায় দেখতে সময় লাগে প্রায় ১০ মিনিট। অথচ এখন সাতটি প্রশ্নে লিখতে সময় দেওয়া হচ্ছে দুই ঘণ্টা ২০ মিনিট।
তিনি বলেন, ‘আমরা ছয়টি প্রশ্ন ঠিক মতো লিখতে পারি। কিন্তু শেষের প্রশ্নের উত্তর এত দ্রুত লিখতে হয় যে, লেখা শেষে আমরা আমাদের লেখা ঠিক মতো পড়তে পারি না। ফলে খাতায় আমাদের মার্কস কমে যাচ্ছে।’