এই অভিনেত্রীকে নিয়ে প্রেম ও বিয়ের গুঞ্জন কম হয়নি

বিনোদন ডেস্ক : রোমানিয়ান অভিনেত্রী লুলিয়া ভান্তুর। বলিউড অভিনেতা সালমান খান ও এই অভিনেত্রীকে নিয়ে প্রেম ও বিয়ের গুঞ্জন কম হয়নি।

কিছুদিন আগে লুলিয়া রোমানিয়ান একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, সালমানকে বিয়ের কোনো পরিকল্পনা নেই। তবে এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে এতদিন কিছু বলেননি এই অভিনেত্রী।

সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার নতুন অ্যালবামে একটি গান গেয়েছেন লুলিয়া ভান্তুর। এ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। এ সময় সালমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

লুলিয়া ভান্তুর ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘সালমান আমার ভালো বন্ধু। এর চেয়ে আর কি বলতে পারি? তার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন সবাই তার ভালো বন্ধু। তার মনটা অনেক ভালো। সুতরাং আপনি কি জানেন আমি তার বিষয়ে কী ভাবি?’

এরপর সালমানের সঙ্গে তার বিয়ের গুজব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি বলেছি, আমরা ভালো বন্ধু। এর চেয়ে বেশি আর কি বলতে পারি? তাকে আমি অনেক সম্মান করি। তার জন্য আমি ভারত দেখেছি। আমি ছোটবেলা থেকেই ভারত আসতে চেয়েছি। কারণ ভারত সম্পর্কিত অনেক গল্প পড়েছি, যা পড়ে মুগ্ধ হয়েছি। শেষবার যখন ভারত ছেড়ে যাই তখন অনেক কেঁদেছিলাম। এই জায়গাটি আমি ভালোবাসি। এ দেশের মানুষকে ভালোবাসি।’

অনেক আগে থেকে সালমান-লুলিয়ার প্রেমের কথা শোনা গেলেও তাদের বিয়ের গুঞ্জন জোরালো হয় যখন লুলিয়াকে সালমানের মায়ের সঙ্গে বিমানবন্দরে দেখা যায়। এরপর অভিনেত্রী প্রীতি জিনতার বিবাহোত্তর সংবর্ধনায় সালমান লুলিয়াকে সঙ্গে নিয়ে হাজির হলে সেই গুঞ্জনের পালে হাওয়া লাগে। এছাড়া বজরঙ্গিভাইজান খ্যাত এ অভিনেতার সকল পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় লুলিয়াকে। এরপর লুলিয়া রোমানিয়াতে চলে যাওয়ার পর গুঞ্জন ওঠে তাদের সম্পর্কে ফাটল ধরেছে। অবশেষে তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী।