এই আর্জেন্টিনাকে নিয়ে হতাশ হওয়াটা অসম্ভব

আল-আমিন হোসেন, খেলা ডেস্কঃ মেজর বহুজাতিক টুর্নামেন্টের ফাইনাল আর আর্জেন্টিনা। কোচ আলেহান্দ্রো সাবেয়ার হাত ধরে যাত্রাটার শুরু। এরপর জেরার্দো মার্তিনোর পর লিওনেল স্কালোনির অধীনেও আর্জেন্টিনা ধরে রেখেছে তা, তবে এখন আর্জেন্টিনা আরও শাণিত, বহু বছরের শিরোপাখরা যে গেছে ঘুচে।

এবারের কোপা আমেরিকাতেও সে ধারাটা ধরে রাখতে চাইবেন লিওনেল মেসিরা। তার প্রথম ধাপটায় পা দিয়ে ফেলেছে দলটা। সেমিফাইনালে আজ কানাডাকে ২-০ গোলে হারিয়ে চলে গেছে ফাইনালে। লিওনেল মেসি অধিনায়ক হয়ে আসার পর থেকে, ২০১৪ সালের ফাইনাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিশ্বকাপ আর কোপা আমেরিকা মিলিয়ে ৮ টুর্নামেন্টের ৬টিতেই ফাইনালে নাম লিখিয়েছে আর্জেন্টিনা।

তবে হিসেবটা যদি শুধু কোচ লিওনেল স্কালোনির আমল হয়, তাহলে হিসেবটা হবে চারে তিন, শেষ চার মেজর টুর্নামেন্টের ৩টিতে ফাইনাল নাম লিখিয়েছে দলটা। আগের দুটোতে শিরোপা জিতেছেন মেসিরা। এবার অপেক্ষায় আরও এক শিরোপার।

ফাইনালে ওঠার পর কোচ স্কালোনি জানালেন, অতীতে তার অধীনে যে অর্জন করেছে তার দল, তারপর এই টুর্নামেন্টের ফাইনালে খেলাটা বেশ চাপেরই ছিল। কারণ ওই যে বলে না, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন’; সে কারণেই।

স্কালোনির ভাষায়, ‘এমন কিছু নিঃসন্দেহে গর্বের বিষয়। খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞ। আমাদের অনেক প্রশংসা হয়েছে, আমরা সফলও হয়েছি। সেসবের পর এখানে, এই ফাইনালে আসতে পারার জন্য আমাদের সামর্থ্যের দ্বিগুণ দিতে হয়েছে।’

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে এবারের কোপা আমেরিকায় এসেছে আর্জেন্টিনা। সেখানে তো আর্জেন্টিনা জিতবে অনায়াসেই! এমন ভাবনা কি আপনার মনে কখনো উঁকি দেয়নি? ঠিক সে কারণে স্কালোনির শিষ্যদের ওপর চাপটা বেড়ে গেছে বহুগুণে।

আর্জেন্টিনা কোচ বলেন, ‘‘মানদণ্ডটা বেশ উঁচু। সবাই মনে করেছে এটা আমাদের জন্য ফুলশয্যার মতো হবে। কিন্তু সত্যিটা হচ্ছে, এমন কিছু মোটেও হয়নি। কানাডা প্রমাণ করেছে তারা বেশ কঠিন এক প্রতিপক্ষ ছিল।’

তবে এবার আর্জেন্টিনার সামনে নতুন কীর্তির হাতছানি। ইতিহাসে মাত্র দ্বিতীয় দল হিসেবে মহাদেশীয় শিরোপা-বিশ্বকাপ-মহাদেশীয় শিরোপা জেতা দল বনে যাওয়ার সুযোগ তাদের সামনে। এর আগে এই কীর্তি ছিল ২০১০ বিশ্বকাপজয়ী স্পেনের, সে কীর্তিটা এবার ডাকছে মেসিদের। সে ম্যাচ নিয়ে স্কালোনির ভাষ্য, ‘আমাদের কিছু বিশ্রামের সময় আছে এখন। রোববার আমরা দারুণ একটা ম্যাচ খেলতে চেষ্টা করব।’

রোববারের ওই ফাইনালে দল কী করবে, তা সময়ই বলে দেবে। স্কালোনি জানালেন, তার দল নিয়ে তিনি বেশ সন্তুষ্ট। তার কথা, ‘‘আমি মনে করি আমার দল প্রতি ম্যাচেই কিছু না কিছু ভালো কাজ করেছে। তাদের নিয়ে হতাশ হওয়াটা অসম্ভব।’