কুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এই মুহূর্তে জাতীয় নির্বাচন আলোচনার বিষয় নয়। এখন আলোচনার বিষয় দেশকে স্থায়ীভাবে জঙ্গিমুক্ত করা।
শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার পোড়াদহে ভারল স্কুল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যারা জঙ্গি দমনের কাজ বাদ দিয়ে জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে নিয়ে আসতে চাচ্ছে তারা জঙ্গি দমনের যুদ্ধটাকে ধামাচাপা দিতে চাচ্ছে।
তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া হলেন ভয়ঙ্কর নেত্রী, তিনি জঙ্গিদের সমর্থন করেন, আগুন যুদ্ধ করেন এবং জঙ্গি হামলায় সরাসরি নেতৃত্বে দেন।’
এ সময় জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিনসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।