এই রায়ে জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি

নিজস্ব প্রতিবেদক : ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রিভিউতে সর্বোচ্চ শাস্তির বদলে আমৃত্যু কারাদণ্ডের রায়ে জনগণ ক্ষুব্ধ এবং হতাশ। এই রায়ে জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।’

সোমবার আপিল বিভাগ দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রাখার পর উক্ত প্রতিক্রিয়া জানায় গণজাগরণ মঞ্চ।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদীর মতো নৃশংস মানবতাবিরোধী অপরাধীর সর্বোচ্চ শাস্তিই প্রাপ্য ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়েও এই যুদ্ধাপরাধীকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল। আপিল বিভাগের রায়ে যখন সর্বোচ্চ শাস্তির রায় পরিবর্তন করে সাজা কমিয়ে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়, তখন এর প্রতিবাদে রাজপথে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। কিন্তু সেদিন গণজাগরণ মঞ্চের ওপর সরকারের নির্লজ্জ আক্রমণ যুদ্ধাপরাধীদের সাথে সরকারের আপোশকামিতার মনোভাব স্পষ্ট করে দেয়।’

মামলা পরিচালনায় সরকারের দায়িত্বহীনতা এবং অবহেলার কারণেই একাত্তরের নির্যাতিত মানুষরা যথোপযুক্ত বিচার থেকে বঞ্চিত হয়েছে বলে মনে করে গণজাগরণ মঞ্চ।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ‘যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত এবং শাস্তিপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের সাথে সরকারের এই আপোশকামিতায় জনগণ ক্ষুব্ধ, মর্মাহত। গণজাগরণ মঞ্চ দাবি জানাচ্ছে, যুদ্ধাপরাধী সাঈদীর ক্ষেত্রে যেন গোলাম আজমের পথ অনুসরণ করা না হয়। জনগণের দাবির প্রতি সরকারের বারবার বিশ্বাসঘাতকতা কোনো শুভ ফল বয়ে আনবে না বলে মনে করে গণজাগরণ মঞ্চ। তাই আপোশকামিতা পরিহার করে যুদ্ধাপরাধীর বিচারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং দ্রুত যুদ্ধাপরাধী সংগঠন জামাত-শিবির নিষিদ্ধের দাবি জানাচ্ছে গণজাগরণ মঞ্চ।’