
জাহাজ! একজন নাবিকের স্বপ্ন সে জাহাজে মাঝিমাল্লাদের সাথে খুঁজে ফিরবে বিভিন্ন গুপ্তধন।বিভিন্ন অবস্থানে গিয়ে সে আবিষ্কার করবে নতুনকে। জাহাজ যেমন আছে ঠিক তেমনি জাহাজডুবির ঘটনাও রয়েছে। এইসব বিখ্যাত কিছু জাহাজডুবির ঘটনা নিয়েই আজ দ্বিতীয় পর্ব দেয়া হলঃ
১৯৪৫ সালের ৩০ জুলাই। আমেরিকান একটি বেইজে অত্যন্ত সফলতার সাথে এই জাহাজটি পারমানবিক বোমার সকল উপাদান পৌছে দিয়েছিল। কিন্তু তাহলে কি হবে? জাপানিজ সাবমেরিন I-58 তার একটি টর্পেডো আঘাতের মাধ্যমে জাহাজটি ডুবিয়ে দেয়। ৩০০ জন হতভাগ্য নাবিক নিয়ে জাহাজটি সাথে সাথেই ডুবে যায়। বাকি ৯০০ জন নাবিক একটি হাঙর সংলগ্ন সমুদ্রে অসহায়ের মত হাবুডুবু খেতে থাকে।
একটি উদ্ধারকারী জাহাজ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু ৩০০ জন নাবিক নিয়ে যে ইন্ডিয়ানাপোলিস জাহাজ ডুবে যায়, তাকে আর উদ্ধার করা কখনও সম্ভব হয় নি। এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি রহস্য বলে স্বীকৃতি দেয়া হয়। ধারণা করা হয় যে, ইন্ডিয়ানাপোলিস সমুদ্রের প্রায় ১২,০০০ ফিট নিচে ঘুমিয়ে আছে চিরনিদ্রায়।