একটি নতুন ধরনের পোশাক

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : গত বছর এমআইটি এবং স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা একটি নতুন ধরনের রোবট তৈরি করেছিলেন, যা আপনার পোশাকের ওপর ম্যাগনেট ব্যবহার করে ক্রল করতে পারে। তবে এখন এটি উচ্চ ফ্যাশনে চলে গেছে বলেই মনে হচ্ছে।

ক্ষুদ্র রোবটগুলো পোশাকে এখন জীবন্ত জুয়েলারি হিসেবে কাজ করছে। এটি এমন জুয়েলারি যা পোশাকের ওপর চলাফেরা করতে পারে, পোশাকের প্যাটার্ন পরিবর্তন করতে পারে এবং স্টিচিং করতে পারে। নতুন এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘কিনো’।

রোবটগুলো কেবল নান্দনিক উদ্দেশ্যেই কাজ করে না, এতে সেন্সর রয়েছে যা পরিবেশগত অবস্থা বুঝে স্ক্রয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। উদাহারণস্বরূপ গবেষকরা একটি রেইনকোটের সঙ্গে রোবটগুলো যুক্ত করার পর দেখেছেন যে, তাপমাত্রা বৃদ্ধির বিষয়টি রোবটগুলো স্বয়ংক্রিয়ভাবে উপলব্ধি করতে পেরে রেইনকোটের হুড খুলে দিতে সক্ষম হয়েছে।

কিনো প্রকল্পটির নির্মাতাদের মতে, অদূর ভবিষ্যতে পোশাকে থাকা এই রোবট মোবাইলের মাইক্রোফোন এবং স্পিকার হিসেবেও ব্যবহার করা যাবে। ফলে পরিধানযোগ্য রোবটগুলো ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করবে।

প্রকল্পটির অন্যতম একজন সদস্য সিনডি হিন-লিউ কাও বলেন, ‘আমরা মনে করি ভবিষ্যতে এগুলোর নিজস্ব মস্তিষ্ক থাকবে, তারা আপনার অভ্যাসগুলো শিখবে, আপনার পেশাদার শৈলী শিখবে। নান্দনিকতার পাশাপাশি ব্যক্তিগত সহকারীর সেবা দেবে।’

https://youtu.be/ieESt0CPuCk