একটি মামলায় ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেপ্তার

তথ্যপ্রযুক্তি আইনে এক নারীর দায়ের করা একটি মামলায় ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) জানে আলম মুন্সী জানান, রোববার সকাল ৮টার দিকে আমিন-বাজারের বাসা থেকে পুলিশ আরাফাত সানিকে গ্রেপ্তার করে।

মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, গত ৫ জানুয়ারি এক নারী এই ক্রিকেটারের বিরুদ্ধে তথ‌্যপ্রযুক্তি আইনের এই মামলা করেন।

“তিনি অভিযোগ করেছেন, আরাফাত সানি বেশ কিছু দিন ধরে তাকে ফেইসবুক মেসেঞ্জারে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি পাঠিয়ে আসছিলেন। এই অভিযোগ আমলে নিয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইয়াহিয়া বলেন, “কিছুক্ষণের মধ্যে আরাফাত সানিকে আদালতে পাঠানো হবে।”