
নিজস্ব প্রতিবেদকঃ এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪ জন রোগী। এটি চলতি বছরে একদিনে সর্বোচ্চসংখ্যক রোগী হাসপাতালে ভর্তির রেকর্ড। এ নিয়ে এখন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২২ জনে। তাদের মধ্যে রাজধানীতে ৩১৯ জন ও ঢাকার বাইরের হাসপাতালে তিনজন রয়েছেন।
শনিবার (২৪ জুলাই) সকালে ঢাকা শিশু হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানে ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা আবদুল হাকিম জানান, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। জুলাই মাসে প্রায় প্রতিদিনই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। গতকাল (২৩ জুলাই) পাঁচজন এবং তার আগের দিন (২২ জুলাই) পাঁচজন ডেঙ্গু রোগী ভর্তি হন। আর ঈদের আগে গত ২০ জুলাই ১৮ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃষ্টি বাড়ায় ডেঙ্গু রোগী আরও বাড়তে পারে বলে জানান তিনি।
এদিকে রক্ত ও অন্যান্য প্যাথলজিক্যাল পরীক্ষার রিপোর্ট দিতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগীদের স্বজনরা। বেসরকারি এক কর্মকর্তা জানান, তার মেয়ের জ্বর ও মুখে র্যাশ ওঠায় গত ১৯ তারিখ ডাবল কেবিনে ভর্তি করান। সেদিন সন্ধ্যায় টেস্ট করালেও তার রেজাল্ট পাননি। এ বিষয়ে জানতে চাইলে আবদুল হাকিম ঈদের ছুটির কারণে টেস্টের রেজাল্ট দিতে দেরি হচ্ছে। আজকেই সবার রেজাল্ট দেয়া হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, জুনের শুরুতে আমরা দেখেছি এডিস মশার ঘনত্ব অনেক বেশি। সেই অনুযায়ী জুলাই মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়বে বলা হয়েছে। আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়বে বলে জানান তিনি।
কমছে কোভিড রোগীর সংখ্যা
শিশু হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়লেও কমছে করোনা রোগীর সংখ্যা। তবে সংক্রমণ বাড়ার মধ্যে রোগী কমার কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ঈদের ছুটির কারণে অনেকেই ঘরে চিকিৎসা নিচ্ছেন। চলতি সপ্তাহ শেষে প্রকৃত অবস্থা জানা যাবে বলে তারা ধারণা করছে।
জানা গেছে, গত সোমবার (১৮ জুলাই) হাসপাতালটিতে করোনা রোগীর সংখ্যা ছিল ২০ জন। তবে এখন ১৪ জন রোগী ভর্তি আছেন। যার মধ্যে গতকাল নতুন ভর্তি হয়েছেন দুইজন আর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন একজন।