নালিতাবাড়ী প্রতিনিধি ঃ এক দিনেই শেরপুরের নালিতাবাড়ী, নকলা ও ঝিনাইগাতী উপজেলায় বজ্রপাতে ৩ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ও একজন স্কুল ছাত্রী আহত হয়েছেন।
সূত্রে জানা গেছে, গত রোববার বিকেল ৫টার দিকে নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নে মাছ ধরার সময় বজ্রপাতে বাগিচাপুর কান্দাপাড়া গ্রামের মাসুম মিয়া (২৭) নামে এক জেলে, ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিন দড়িয়ারপাড় গ্রামের কৃষক সাদা মিয়া (৩৭) ও ঝিনাইগাতী ইউনিয়নের দড়িকালিনগর গ্রামের কৃষক বছির উদ্দিন মন্ডল (৬০) একই দিনে মৃুত্য হয়েছে। অপর দিকে নকলা উপজেলার নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী বিল্লাল হোসেনের মেয়ে বিজলী বেগম (১৩) বজ্রপাতে আহত হয়েছেন বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন।