নিজের বাড়িতেই সামনেই একফালি জমিতে গড়ে উঠবে কিচেন গার্ডেন। গাজর, বেগুন, সিম যখন যা দরকার বাগান থেকেই পাওয়া যাবে। এই ইচ্ছা তো আমাদের সকলেরই। কিন্তু ব্যস্ত শহরের মাঝে এক চিলতে ফ্ল্যাট বা বাড়িতে সেই জায়গা কোথায়? আর তাই এই শখ পূরণ করতে আপনার ঘরের ভিতরেই চাষের করে দিচ্ছে ‘অল্টিফার্ম’। মুম্বইয়ের এক সংস্থা। ‘ ফার্মিং করুন বাড়িতেই’ এই উদ্যোগ নিয়ে ২০১৬ সাল থেকে কাজ শুরু করে এই সংস্থা। আপনার সকালের ব্রেকফাস্টের স্যান্ডউইচরে টোম্যাটোটি হতে পারে আপনারই ঘরেরই খেতের ফসল। বা যে শশা আপনি মুখে মাখছেন সেটিও! দেখে নিন এই ‘অল্টিফার্ম’ নিয়ে এই গ্যালারি।