
বিনোদন ডেস্ক : বলিউড বক্স অফিস শাসন করছেন যে সকল অভিনেতা তাদের মধ্যে অন্যতম সালমান খান। তার সিনেমা মানেই বক্স অফিস হিট। অন্যদিকে বাহুবলি সিনেমার মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি অর্জন করেছেন প্রভাস। ভেঙে দিয়েছেন বক্স অফিসের অতীতের সকল রেকর্ড। এবার একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে এ দুই অভিনেতাকে।
বাহুবলি’র সাফল্যের পর প্রভাসকে সিনেমায় নিতে চাইছেন নির্মাতারা। ভারতের দক্ষিণী নির্মাতাদের পাশাপাশি এ তালিকায় রয়েছেন বলিউড নিমার্তারাও। করন জোহরের সিনেমায় প্রভাসের অভিনয়ের কথা শোনা গেলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো পাওয়া যায়নি। এবার প্রভাসকে নিয়ে সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন নির্মাতা রোহিত শেঠি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রোহিত শেঠি তার পরবর্তী অ্যাকশন সিনেমায় প্রভাসকে নিতে চান। এক সাক্ষাৎকারে এ কথা জানান এ নির্মাতা। বাহুবলি-টু’ র মতো ব্লকবাস্টার সিনেমা নির্মাণ করতে চান তিনি। শুধু তাই নয়, সালমান খানকেও এ সিনেমায় নিতে চান রোহিত।
বর্তমানে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। এরপর রেমো ডিসুজার একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। তারপর দাবাং-থ্রি সিনেমার কাজ শুরু করবেন এ অভিনেতা। ২০১৯ সাল পর্যন্ত এ সিনেমাগুলো নিয়ে ব্যস্ত থাকবেন সালমান।
অন্যদিকে খুব শিগগির সাহো সিনেমার শুটিং শুরু করবেন প্রভাস। এছাড়া আরো দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তাই সালমান ও প্রভাসকে একসঙ্গে সিনেমায় দেখতে অপেক্ষায় থাকতে হবে দর্শকদের।