একসাথে তিন সন্তান জন্ম দিলেন আমেনা বেগম রজি

তালতলী বরগুনা প্রতিনিধি, মোঃ মনজুরুল আলম সবুজ: বরগুনার তালতলীতে একসাথে তিনটি সন্তান জন্ম দিলেন গৃহবধূ । তালতলী ইসলামিয়া হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি তিন সন্তানের মা হলেন আমেনা বেগম রজি। তুলাতলী গ্রামের কুয়েত প্রবাসী লালচান এর স্ত্রী। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী ) বিষয়টি নিশ্চিত করেছেন।ইসলামিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.কানিজ ফাতিমা। এদিকে একই সাথে তিনটি বাচ্চা জন্ম ঘটনায় হাসপাতালে উৎসুক জনতা ভিড় করছেন। বর্তমানে তিন বাচ্চাসহ গৃহবধূ আমেনা বেগম সুস্থ রয়েছেন। ইসলামিয়া হাসপাতাল এর পক্ষ থেকে ফরাজি মাসুম জানান, প্রসব বেদনা শুরু হলে গৃহবধূ বেগম বুধবার (২১শেফেব্রুয়ারী ) হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। ওই হাসপাতালের চিকিৎসক নুসরাত জাহানের নিয়মিত চেকআপে থাকায় নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা করেন, বৃহস্পতিবার( ২২শে ফেব্রুয়ারি)ভোররাত ৪টায় গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে, রোগীর স্বজন ডাক্তারদের সিদ্ধান্তে অপারেশন করার প্রস্তুতি নেয়া হয়। হাসপাতালের গাইনী চিকিৎসক ডা. নুসরাত জাহান অপারেশন শুরু করেন। অপরেশন সফলভাবে সম্পূর্ণ হয়। সেই সাথে সুস্থ্য শরীরে একটি একটি করে তিনটি ফুটফুটে নবজাতক প্রসব করেন গৃহবধূ আমেনা বেগম রজি । ইসলামিয়া হাসপাতালের গাইনী চিকিৎসক ডা. নুসরাত জাহান বলেন, নবজাতকের মধ্যে দু’টি ছেলে ও একটি কন্যা সন্তান। তাদেন নাম এখনও নির্ধারণ করা হয়নি। বর্তমানে বাচ্চাটির মা শারিরিকভাবে অসুস্থ্য। তবে আশঙ্কমুক্ত। নবজাতকদের চাচা মো.এরশাদ বলেন, আল্লাহ তার ভাইয়ের ঘরে একসাথে তিনটি সন্তান দিয়েছেন বলে তিনি খুবই খুশি। এর আগে আমার ভাইয়ের সংসারে এক ছেলে এক মেয়ে রয়েছে।