একাডেমির ডিজি ফজলুর রহমানের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত

সচিবালয় প্রতিবেদক : চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক (ডিজি) ফজলুর রহমানের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রস্তাব গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, গত শনিবার সকাল ৯টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারৈয়ার হাট এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ফজলুর রহমান (৫৫) নিহত হন। এ ঘটনায় আহত হন আরো চারজন। এরা হলেন রফিকুল ইসলাম তালুকদার, মুশফিকা আক্তার, মো. আলী হোসেন ও হাইকুল ইসলাম।