নিজস্ব প্রতিবেদক : চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আজ থেকে বিভাগ ও কলেজ পরিবর্তনের সুযোগ পাচ্ছে।
এর মধ্যে একই কলেজে আসন খালি থাকা ও ন্যূনতম জিপিএ পূরণ সাপেক্ষে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগ পরিবর্তন করা যাবে। আর আসন খালি ও ন্যূনতম জিপিএ পূরণ সাপেক্ষে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত ছাড়পত্র সংগ্রহ ও কলেজ পরিবর্তনের সুযোগ পাবে শিক্ষার্থীরা।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ শাখা সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
গত ৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাড়পত্রের অনুমতি আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেওয়া হবে। বোর্ডের ছাড়পত্রের আবেদন ফরম ও নির্দেশাবলী বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
কলেজ পরিবর্তনের অনুমতি পাওয়া শিক্ষার্থীদের অবশ্যই আগের ভর্তি হওয়া কলেজ থেকে ছাড়পত্র ও মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করে পরিবর্তিত কলেজে ভর্তির সময় জমা দিতে হবে।
বিভাগ পরিবর্তনে ৬০০ টাকা ও ছাড়পত্রের আবেদন বাবদ এক হাজার টাকা ফি ব্যাংকের মাধ্যমে বোর্ডে জমা দিতে হবে।