এক্সপ্রেসওয়ের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১২ ভবন নির্মাণে চুক্তি

নিজস্ব প্রতিবেদক : সোমবার রাজধানীর বনানীতে সেতু ভবনের সভাকক্ষে এসব চুক্তি স্বাক্ষর হয়। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে তিনটি প্যাকেজের চুক্তি স্বাক্ষর হয়েছে।

প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে উত্তরা ৩য় ফেজ সংলগ্ন বাউনিয়া, দ্বিগুন, বড়কাঁকড় মৌজায় অধিগ্রহণকৃত জমিতে ১৫ তলা বিশিষ্ট ১২টি ভবন এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা নির্মাণের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পৃথক এ তিনটি চুক্তি স্বাক্ষর হয়।

এ সময় ওবায়দুল কাদের জানান, চুক্তির আওতায় ‘ব্লক-এ’ এর অধীন ১ হাজার বর্গফুট ইউনিটের ১৫ তলা বিশিষ্ট ছয়টি ভবন নির্মাণ করা হবে। ভবনের প্রতিটি ফ্লোরে আটটি করে ইউনিট থাকবে। মোট ফ্ল্যাটের সংখ্যা হবে ৬২৪টি। প্রায় ৩৪৮ কোটি ৭৯ লাখ ২৬ হাজার টাকার চুক্তিপত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের পরিচালক কাজী মো. ফেরদাউস এবং দক্ষিণ কোরিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান সামওয়ান এবং বাংলাদেশি ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আখতার জেভির পক্ষে সুং জু কিম স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ‘ব্লক-বি’ এর অধীন ৮৫০ বর্গফুট ইউনিটের ১৫ তলা বিশিষ্ট ছয়টি ভবন নির্মাণ করা হবে। ভবনের প্রতিটি ফ্লোরে আটটি করে ইউনিট থাকবে। মোট ফ্ল্যাটের সংখ্যা হবে ৬২৪টি। প্রায় ২৭৬ কোটি ৮০ লাখ টাকার চুক্তিপত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের পরিচালক কাজী মো. ফেরদাউস এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষর করেন।

অন্যান্য আনুষঙ্গিক সুবিধা বিদ্যালয়, মসজিদ, কমিউনিটি মার্কেট, কমিউনিটি সেন্টার, কমিউনিটি ক্লিনিক, খেলার মাঠ, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, ইলেকট্রিক্যাল সাবস্টেশন, অভ্যন্তরীণ সড়ক/ড্রেইন/ল্যান্ড স্কেপিং, ডিপ টিউবওয়েল ইত্যাদি নির্মাণ করা হবে। প্রায় ১৬৫ কোটি ৬০ লাখ ২৪ হাজার টাকার চুক্তিপত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের পরিচালক কাজী মো. ফেরদাউস এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষর করেন।

এ সময় সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।