আন্তর্জাতিক ডেস্ক : ‘এক চীন নীতি’কে সম্মান জানাতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ফোনালাপে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে এ কথা জানিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউজের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে দুই নেতার ফোনালাপকে ‘অত্যন্ত আন্তরিক’ বলে বর্ণনা করেছে।
তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবে বিবেচনা না করে চীনের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে বেইজিং। চার দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এই ‘এক চীন নীতি’কে সমর্থন দিয়ে আসছে। তবে গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়লাভের পর তাইওয়ানের প্রেসিডেন্ট ফোন করে তাকে শুভেচ্ছা জানান। চীন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলে ট্রাম্প এক সাক্ষাৎকারে ‘যুক্তরাষ্ট্র এক চীন নীতি মানতে বাধ্য নয়’ বলে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে ওয়াশিংটনকে কয়েকবার সতর্ক করে বেইজিং।
হোয়াইট হাউজের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে দুই নেতা দীর্ঘ সময় ধরে ফোনালাপ করেছেন এবং তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, তাদের ফোনালাপ ‘অত্যন্ত আন্তরিক’ ছিল এবং তারা পরষ্পরকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই চীনের প্রেসিডেন্টকে চিঠি পাঠিয়ে ছিলেন ট্রাম্প। দুই দেশের শীতল সম্পর্কের বরফ গলাতেই এ উদ্যোগ নিয়েছিলেন তিনি।