এক টুকরো ডার্ক চকোলেট জিভে যেমন জল এনে দেয়

এক টুকরো ডার্ক চকোলেট জিভে যেমন জল এনে দেয়, ঠিক তেমনিই ঠোঁটের কোনে হাসি ফুটিয়ে তুলতে এর জুড়ি মেলা ভার। ইউরোপে একটা সময় ডার্ক চকোলেট ওষুধ হিসেবে ব্যবহৃত হত। আর এখন ডার্ক চকোলেট অনেকের কাছেই সেরা উপহার। ইদানীং ডার্ক চকোলেট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ডার্ক চকোলেট খাওয়ার ৩০ মিনিটের মধ্যে শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটতে থাকে। সেগুলো কী কী জেনে নিন।

১। আমাদের মুডের পরিবর্তন ঘটতে শুরু করে। একই সঙ্গে প্রাণবন্ত করে তোলে।

২। মস্তিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে দেয়, আর ব্লাড ভেসেলকে ডাইলেট করে। মানসিকভাবে চাঙ্গা হতে হলে  ডার্ক চকোলেট খাওয়া ভাল।

৩। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। চকোলেটে ভ্যাসোডায়ালোটর প্রপার্টি থাকে, যা রক্তচাপ কমাতে বেশ কাজ দেয়।

৪। দাঁতের সুরক্ষা করে। কোকো বাটার দাঁতের উপর একটা পরত তৈরি করে যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে।

৫। কাশি কমায়। চকোলেটে থায়োব্রোমাইন থাকে, যা কাশি কমাতে সাহায্য করে।

৬। চকোলেটে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট আর ফ্ল্যাভোনয়েড সূর্যের কড়া রশ্মির হাত থেকে ত্বককে সুরক্ষা দেয়।

প্রধান সম্পাদকঃ বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী
সম্পাদকঃ রেজাউর রহমান চৌধুরী
ব্যবস্থাপনা সম্পাদকঃ হাজী নুরুল কবির
আন্তর্জাতিক সম্পাদকঃ মুনীর চৌধুরী
বার্তা-বাণিজ্যিক ও দাপ্তরিক কার্যালয়ঃ ২৬৮/১ কোটবাড়ী ব্রিজ সংলগ্ন ২য় ও ৩য় তলা আব্দুল্লাহপুর উত্তরা ঢাকা -১২৩০
চট্টগ্রাম অফিসঃ সিজেকেএস স্টেডিয়াম কমপ্লেক্স, ৪র্থ তলা ( লিফট- ৩) কক্ষ নং-৪০৬৬,কাজীর দেউড়ী, কোতোয়ালী,চট্টগ্রাম
মোবাইলঃ ০১৫৫৪২৩২১০৫, ০১৮১১৩১১৭৩৯, ০১৭১৯৬৮১৬৯১
ইমেইলঃ cpbdnews@gmail.com
ওয়েবসাইটঃ www.crimepatrolbd.com, ফেসবুকঃ crimepatrolbdofficial, ইউটিউবঃcrimepatrolbd

সিপি.বিডি মিডিয়া লিমিটেড এর পক্ষে বীরমুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী কর্তৃক এ. আর. টাওয়ার, রোড #০১, সেক্টর#১২, উত্তরা, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত বিএস প্রিন্টিং প্রেস(মামুন ম্যানসন গ্রাউন্ড ফ্লোর) ৫২/২,টয়েনবি সার্কুলার রোড হইতে মুদ্রিত।