বিনোদন ডেস্ক : রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত পরবর্তী সিনেমা জাগ্গা জাসুস। এ বছর বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি এটি। এরই মধ্যে সিনেমাটির পোস্টার এবং ট্রেইলার দর্শকের মন জয় করেছে।
শোনা যাচ্ছে, একজন কিশোর গোয়েন্দার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে বের করার গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। তবে গোয়েন্দা গল্প হলেও এ সিনেমায় নাকি মোট ২৯টি গান রয়েছে।
সিনেমাটির সংগীত পরিচালনা করছেন প্রীতম। এতে মোট কতটি গান রয়েছে এ প্রসঙ্গে তিনি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘সর্বমোট ২৯টি গান রয়েছে।’
এতগুলো গান থাকার পেছনে কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আপনি খেয়াল করে দেখবেন সিনেমায় রণবীর কথা বলতে গেলে আটকে যান। কিন্তু শুধু গান গাওয়ার সময় তিনি আটকান না। তিনি যখন আবেগ প্রকাশ করতে চান তখন গানের মাধ্যমে করেন। লা লা ল্যান্ড সিনেমায় যেভাবে গান ব্যবহার করা হয়েছে বিষয়টি তেমন। গানগুলো গল্পের অংশ। এবং এর মধ্যে দিয়েই গল্পের বর্ণনা দেয়া হবে।’
জাগ্গা জাসুস সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন রণবীর কাপুর, অনুরাগ বসু, সিদ্ধার্থ রয় কাপুর এবং মহেশ সামাত। রণবীর-ক্যাটরিনা ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন শাশ্বত চ্যাটার্জি, আদাহ শর্মা প্রমুখ। আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।