এখন থেকে ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হবে

সচিবালয় প্রতিবেদক : এখন থেকে ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাতীয় গ্রন্থাগার দিবস পালনের প্রস্তাব উপস্থাপন করা হলে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। দিবসটি পালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, জাতীয় গ্রন্থাগার দিবস পালনের প্রস্তাব ২২ মার্চ ছিল। কিন্তু ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ কারণে ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। একুশে মেলা, একুশে ফেব্রুয়ারির সঙ্গে সামঞ্জস্য রেখে দিবস পালনের জন্য ফেব্রুয়ারি মাস নির্ধারণ করা হয়েছে।