সচিবালয় প্রতিবেদক : এখন থেকে ৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপিত হবে।
সোনালী আঁশ পাটের ঐতিহ্য ফেরাতে ৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি হওয়া পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।