এগোচ্ছে অস্ট্রেলিয়া ওয়ার্নারের সেঞ্চুরিতে

ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ব্যাটিং শুরু করেছে অস্ট্রেলিয়া।

স্কোর: অস্ট্রেলিয়া ২৫৬/৩। ওয়ার্নার ১০৩*, ম্যাক্সওয়েল ৬*।

বাংলাদেশ প্রথম সেশন ৩০৫/১০।

রানআউটে ভাঙল জুটি: ওয়ার্নারের সঙ্গে ১৫২ রানের জুটি ভাঙল পিটার হ্যান্ডসকম্বের । নাসির হোসেনের বলে সিঙ্গেলস নিতে গিয়ে ননস্ট্রাইক প্রান্তে থাকা হ্যান্ডসকম্ব‍ উইকেটটি বিলিয়ে দিলেন। ৮২ রান নিয়ে অপরপ্রান্তে থাকা হ্যান্ডসকম্বকে সরাসরি থ্রোতে রানআউট করে সাজঘরে ফেরান সাকিব।

ওয়ার্নার-হ্যান্ডসকম্বের জুটির দেড়শ: প্রথম সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ব্যাটিংয়ে নেমে টেস্ট মেজাজেই এগোচ্ছেন অস্ট্রেলিয়ার দুই বাটসম্যান ওয়ার্নার ও হ্যান্ডসকম্ব। ২৬৪ বল মোকাবিলা করে ইতিমধ্যেই দেড়শ রানের জুটি গড়েছেন তারা। এ জুটি গড়ার পথে ওয়ার্নার ৬৪ ও হ্যান্ডকম্ব ৮১ রান করেছেন।

বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা সাময়িকভাবে বন্ধ ছিল। সকাল থেকে পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রথম সেশেনের খেলা ভেস্তে গেছে।

শুরু হচ্ছে খেলা: বৃষ্টি পরিস্থিতির উন্নতি হওয়ায় তৃতীয় দিনের খেলা শুরু হচ্ছে। প্রথম সেশন বৃষ্টির পেটে গেলেও মাঠ শুকানোর পর খেলা শুরু হচ্ছে। দুপুর ১.১৫ মিনিটে খেলা শুরু হবে। আর কোনো সমস্যা না হলে ৬৭ ওভারের মতো খেলা হতে পারে।

মাঠ শুকানোর কাজে মাঠকর্মীরা: বেলা ১২টা ১৫ মিনিটে মাঠ শুকানোর কাজে নেমেছে মাঠকর্মীরা। এ মাঠের ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো। এ মুহূর্তে মধ্যাহ্ন বিরতি চলছে। মাঠ শুকানোর কাজ শেষ হতেই খেলা শুরু হবে। আকাশ বেশ ফকফকা। কালো মেঘ সরে যাওয়ায় খেলা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃষ্টিতে ভেসে গেল প্রথম সেশন: বৃষ্টির কারণে তৃতীয় দিনের প্রথম সেশনের একটি বলও মাঠে গড়ায়নি। ফলে বৃষ্টির মধ্যেই লাঞ্চে গেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল। সকাল থেকে বৃষ্টি শুরুর পর বেলা ১১টার দিকে কিছুটা বৃষ্টি কমেছিল। তবে ১১টা ৫৫ মিনিটে আবারও বৃষ্টি শুরু হয়।

বৃষ্টি থামলেও শুরু হতে বিলম্ব: বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। ম্যাচ শুরুর আগে থেকেই বৃষ্টির কারণে মাঠ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়। বেলা ১১টার দিকে বৃষ্টি কিছুটা কমেছে। বৃষ্টি কমলেও মাঠ এখনো ঢাকা রয়েছে। তবে মধ্যাহ্ন বিরতির আগে খেলা সম্ভব হবে না।

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে বৃষ্টির সম্ভাবনার কথা জানালেও ৪ ও ৫ সেপ্টেম্বর কোনো বৃষ্টি হয়নি।

রৌদ্রজ্জ্বল আবহাওয়াতেই গত দুই দিন খেলা সম্পন্ন হয়েছে। তবে তৃতীয় দিনে এসে বৃষ্টি হানা দিয়েছে। বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।

চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনের খেলা শুরুর আগে বৃষ্টির কারণে প্রায় পুরো মাঠই ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। চট্টগ্রাম টেস্ট শুরুর আগেও বৃষ্টির আনাগোনা ছিল। ঈদের ছুটির আমেজ থাকতেই শুরু হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট। টেস্ট শুরুর আগের দিনও টিপটিপ বৃষ্টি হওয়ায় কোনো দলই খোলা আকাশের নিচে অনুশীলন করতে পারেনি। তাদের শেষ প্র্যাকটিস সেশন কেটেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরে।

গত দুই দিন বৃষ্টিপাতহীন খেলা হলেও আজ চট্টগ্রামের আকাশের কান্না শুরু হয়েছে। আবহাওয়ার খবরে বলা হয়েছে আগামী তিনদিন পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টি হতে পারে। আজ তৃতীয় দিনের খেলা সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও এর সম্ভাবনা নেই।

চট্ট্রগ্রাম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩০৫ রান করতে পেরেছে বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ২২৫ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।