বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের সীমানা ছাড়িয়ে তার খ্যাতি এখন বিশ্বব্যাপী। কিন্তু মিস ওয়ার্ল্ড বিজয়ী এই সুন্দরীও তার শারীরিক গড়ন নিয়ে বাজে মন্তব্য শুনেছেন। সম্প্রতি ভারতীয় টিভি শোয়ে উপস্থিত হয়ে এমন তিক্ত অভিজ্ঞতার কথা জানান প্রিয়াঙ্কা।
অনুষ্ঠানে প্রিয়াঙ্কা বলেন, ‘‘আমি তখন মিস ওয়ার্ল্ড বিজয়ী কিন্তু অভিনয়ে আসিনি। অভিনয়ের বিষয়ে আলোচনা করতে এক প্রযোজকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখন প্রযোজক বলেছিলেন, ‘তোমার কোনো কিছুই ঠিক নেই। তোমার শরীরের সঙ্গে নাকের সামঞ্জস্যতা নেই।’’
এ সময় অনুষ্ঠানের উপস্থাপক প্রিয়াঙ্কাকে প্রশ্ন করেন এটা কি আপনার আসল নাক? এমন প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘হ্যাঁ, এটাই আমার আসল নাক।’
এমন ঘটনার পর থেমে থাকেননি প্রিয়াঙ্কা। বরং আত্মবিশ্বাস, যোগ্যতা আর পরিশ্রম দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরী করে নিয়েছেন এই অভিনেত্রী। পৌঁছে গেছেন সাফল্যের চূড়ায়।