এদেশের মানুষ জঙ্গীবাদের বিরুদ্ধেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

এম এ হান্নান,ভোলাঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খাঁন কামাল বলেছেন, এদেশের মানুষ অনেক ভালো তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে । তিনি বলেন দেশ বিরোধী ষড়যন্ত্রকারী রা গুলশান, শোলাকিয়া সহ বিভিন্ন স্থানে ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তা ব্যর্থ হয়েছে। কারণ এদেশের গোয়েন্দা বাহিনী, নিরাপত্তা বাহিনী প্রধান মন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশের নিরাপত্তায় বদ্ধপরিকর। তিনি শনিবার দুপুরে ভোলার চরফ্যাশন সরকারী কলেজের সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন । কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন- মনপুরা) আসনের সাংসদ বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুলাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল বিভাগীয় পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান, জেলা প্রশাসক মোহাং সেলিমউদ্দিন, ভোলার পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন , চরফ্যাশন পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, চরফ্যাশন আ’লীগের সাধারন সম্পাদক নূরুল ইসলাম ভিপি প্রমুখ ।


সভায় মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাচ্ছে । দেশে আবাসন সংকট নেই। মানুষ না খেয়ে নেই। আর কয়েক বছর পর দেশের দারিদ্রতার হার আরো কমে যাবে। মানুষ ভাগ্য পরির্বতন চায় । আজ বহু বিদেশীর বাংলাদেশে চাকুরী প্রমান করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ।
অনুষ্ঠানের আগে মন্ত্রী কলেজে সাবেক সাংসদ মরহুম নজরুল ইসলাম একাডেমী ভবনের উদ্বোধন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে। ঢালচর ও চরকুকরী মুকরী নতুন পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন