বোরহানউদ্দিন প্রতিনিধি : শারদীয় দুের্গাৎসব উপলক্ষে প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল । তিনি বলেন বিগত সরকারের আমলে সংখালঘুরা তাদের ধর্মীয় উৎসব পালন করতে বাধাগ্রস্থ হত । বর্তমান সরকারের আমলে তারা নির্বিধায় তাদের ধর্মীয় উৎসব পালন করছে । এদেশে হিন্দুরা সংখালঘু নয় সংখালঘু হলো জঙ্গীরা।
উপজেলা মিলনায়তনে শ্রীমদ্ভাগবত গীতা/ চন্ডী পাঠ ,আরতী নৃত্য ও ভক্তিমূলক গান প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে , বিশেষ অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাব্বত জান চৌধুরী , বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ মোঃ রফিকুল ইসলাম , উপজেলা আ’লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার ।
এসময় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল (এম,পি) ।
এদিকে আরও উপস্থিত ছিলেন , উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু অনিল কুমার দে, পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ দে,পৌর ৬নং ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ দে (হারু হাওলাদার) প্রমুখ ।