
নিজস্ব প্রতিবেদক : সরকারি গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইনটিলিজেন্সের (এনএসআই) পরিচালক পরিচয়ে প্রতারণার অভিযোগে আনোয়ার পাশা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
বৃহস্পতিবার দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, আনোয়ার পাশাকে রাজধানীর বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
এ বিষয়ে দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।