নিজস্ব প্রতিবেদক : আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আধুনিকায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট।
রোববার উত্তরায় এপিবিএনের সদর দপ্তর পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন।
এ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় আরো কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন মার্কিন রাষ্ট্রদূত।
বার্নিকাট বলেন, গত ৬ নভেম্বর বিমানবন্দরের টার্মিনালে প্রবেশ করে আরো বড় ধরনের নাশকতা করতে পারত শিহাব। কিন্তু এর আগেই এপিবিএনের সদস্য আশিকুর রহমান জীবনের ঝুঁকি নিয়ে তার গতিরোধ করেন। আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে বিমানবন্দর, সচিবালয়, সংসদ ভবন, কূটনৈতিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করছে।
পরে এপিবিএনের নারী কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে বিশেষ দরবারে মিলিত হন মার্কিন রাষ্ট্রদূত।