এবারের আইপিএল পেয়ে গেল শীর্ষ চার দলকে

ক্রীড়া ডেস্ক : আগামী ১৬ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুম্বাই ও পুনে। যারা জিতবে, তারা সরাসরি চলে যাবে ফাইনালে।

পরদিন ১৭ মে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এলিমিনেটরে খেলবে হায়দরাবাদ ও কলকাতা। এই ম্যাচে যারা হেরে যাবে, তারা ছিটকে যাবে আইপিএল থেকে। যারা জিতবে, তারা খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে। দ্বিতীয় কোয়ালিফায়ার নামের সেই ম্যাচের জয়ী দলই হবে ফাইনালের আরেক দল।

২১ মে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে দশম আইপিএলের ফাইনাল। কোন দুই দল খেলবে এবারের ফাইনাল? সময়ই বলে দেবে!

পুনের জয়ের সঙ্গে সঙ্গেই এবারের আইপিএল পেয়ে গেল শীর্ষ চার দলকে। যারা খেলবে প্লে-অফে। মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স আগেই পৌঁছে গিয়েছিল প্লে-অফে। কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে চতুর্থ দল হিসেবে রোববার প্লে-অফ নিশ্চিত করেছে রাইজিং পুনে সুপারজায়ান্ট।