এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হল অব ফেমে বিটিএস

কোরিয়ার জনপ্রিয় বিটিএস ব্যান্ডের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অনেকবারই উঠেছে। একমাত্র এই গানের দল সর্বোচ্চবার গিনেস বুকে নাম লেখানোয় এবার দলটি পেলো আরো বড় সম্মাননা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হল অব ফেমে জায়গা করে নিয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় কোরিয়ার এই গানের দল।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, ২০২২ সালে দলটি অন্তর্ভুক্ত হতে যাচ্ছে হল অব ফেমে। বিটিএস গড়েছে জনপ্রিয়তার অনন্য রেকর্ড। গত বছরও প্রায় ২৩টি নতুন রেকর্ড করেছে তারা। ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লেকে হটিয়ে স্পোটিফাইয়ে বিটিএস এখন সর্বোচ্চ জনপ্রিয়। এমনকি ইনস্টাগ্রামে বিটিএস সবচেয়ে বেশি অনুসারীসমৃদ্ধ গানের দল।

এক বিবৃতিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস লিখেছে, ‘বিটিএস সংগীত ও সোশ্যাল মিডিয়ায় ২৩টি ওয়ার্ল্ড রেকর্ড করেছে। বিস্ময়কর এ নজির স্থাপনের জন্য দলটির ভক্তদের ধন্যবাদ।’

গানের দল হিসেবে টুইটারেও বিটিএস শীর্ষে। টুইটার এনগেজমেন্ট, গড় রিটুইটে তারা চতুর্থবারের মতো শীর্ষে অবস্থান করছে। গত বছরের মে মাসে প্রকাশিত তাদের ‘বাটার’ গানটি করেছে পাঁচটি রেকর্ড। ইউটিউবে প্রকাশের সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও এটি, এমনকি ২৪ ঘণ্টায় স্পোটিফাইয়ে সবচেয়ে বেশিবার শোনা অডিও।

পপ দলগুলোর মধ্যে ইউটিউবে বিটিএসের ভিউ সবচেয়ে বেশি। সবচেয়ে কম সময়ে তারা এক মিলিয়ন অনুসারী পেয়েছে টিকটকে। আর এখন সেই সংখ্যা ৪০ মিলিয়ন। লাইভ কনসার্টে তাদের টিকিট বিক্রি হয়েছে সবচেয়ে বেশি, ৭ লাখ ৫৬ হাজারটি।

বিলবোর্ডের হট হানড্রেডে ৯ সপ্তাহ ধরে শীর্ষে ছিল ‘বাটার’ গানটি। এটি ২০২১ সালের সবচেয়ে বেশি সময় শীর্ষে থাকা গানগুলোর একটি। ইউটিউবে প্রকাশের সঙ্গে সঙ্গে ৩ দশমিক ৮৯ মিলিয়ন ভিউ হয় ‘বাটার’ গানটির। ইউটিউবে এটি একটি রেকর্ড। এর ঠিক আগের রেকর্ডটিও করেছিল বিটিএস, ইউটিউবে ‘ডিনামাইট’ গানটি প্রকাশের পর। ‘বাটার’ এখন পর্যন্ত দেখা হয়েছে ৫৩ কোটিবারের বেশি।

বিটিএস সদস্য আরএম, জিম, সাগা, জে–হোপ, ভি এবং জাংকুকরা এর আগে স্টিভ অকি, হালসে ও নিকি মিনাজের মতো শিল্পীদের সঙ্গে জোট বেঁধে কাজ করেছিলেন।