
রাজধানীর পান্থপথে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আহমেদ কবির নামে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার পর গাড়ির চালক পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহটি ঘটনাস্থলেই রয়েছে।
এর আগে গতকাল বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তানের গোলচত্বরে হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।