নিজস্ব প্রতিবেদক : উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ‘এমটিসি গ্লোবাল রুশিকুমার পান্ডে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাডওয়ার্ড-২০১৬’ এবং ‘অধ্যাপক মোবাশ্বের আলী গোল্ড মেডেল ২০১৬’ এ ভূষিত হয়েছেন।
রোববার ইউজিসির অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) মো. ওমর ফারুক এই তথ্য জানান।
তিনি জানান, উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক আবদুল মান্নানকে এমটিসি-গ্লোবাল ইন্ডিয়া এই পুরস্কার দুটিতে ভূষিত করেছে। ভারতের ব্যাঙ্গালোরে আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক এমটিসি-গ্লোবাল বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউজিসি চেয়ারম্যান উচ্চশিক্ষার উপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
এ ছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানও ‘অধ্যাপক মোবাশ্বের আলী গোল্ড মেডেল ২০১৬’ এর জন্য ভূষিত হয়েছেন।