এমন ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছেন সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক : চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়াছেন কোচ লুইস এনরিক। কোচ হিসেবে কাতালান ক্লাবটিতে আগামী বছরথাকবেন না বলে কয়েকদিন আগেই ঘোষণা দেন। স্প্যানিশ এ কোচের এমন ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছেন বার্সালোনার অন্যতম সেরা তারকা লুইস সুয়ারেজ।

শিরোপার লড়াইয়ে থাকা সত্বেও এনরিকের এমন সিদ্ধান্তে মর্মাহত হয়েছেন সুয়ারেজ। গত বুধবার স্পোর্টিং গিজনের বিপক্ষে ৬-১ গোল ব্যবধানে জয়ের পর বার্সার চাকরি ছাড়ার কথা জানান এনরিক।

২০১৪ সালে জেরার্ডো মার্টিনোর পর বার্সেলোনা শিবিরে কোচ হিসেবে যোগ দেন এনরিক। তার অধীনে এখন পর্যন্ত ৮ শিরোপা ঘরে তুলেছে কাতালান ক্লাবটি। কোচ হিসেবে যোগ দিয়ে প্রথম মৌসুমেই ট্রেবল শিরোপা জেতান ক্লাবকে। গতবার চ্যাম্পিয়নস লিগ না জেতালেও কাতালানদের ঘরোয়া ডাবলসের শিরোপা জেতান তিনি।

এনরিকের এমন আকস্মিক ঘোষণার পর সুয়ারেজ বলেন, ‘সত্যি কথা বলতে সে আমাদেরকে কিছুটা বিস্মিত করেছে। আমরা এমনটা আশা করিনি। তবে এটা বুঝেশুনে নেওয়া এবং গ্রহণযোগ্য একটি সিদ্ধান্ত। তার বিচারের ক্ষমতা অধিকতর গ্রহনযোগ্য কেননা কোচের ভূমিকাটি বেশ কঠিন। আমাদের কাজের অনেক বড় একটি অংশ কোচকে কেন্দ্র করে।’