গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে নিজ বাড়ি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহাবাজ গ্রামের মাস্টারপাড়ার নিজ বাড়িতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকালে কোরানখানিতে অংশ নেয় স্থানীয় মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিশু।
পরে দুপুরে লিটনের কবরের পাশে আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত দোয়া মাহফিলে লিটনের অত্মীয়-স্বজন, দলীয় নেতা-কর্মী, স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম-মুয়জ্জিমসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
এদিকে লিটন হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সুন্দরগঞ্জে তিন দিনের শোক পালন করছে উপজেলা আওয়ামী লীগ।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় তিন যুবক দেখা করার কথা বলে এমপি মনজুরুল ইসলাম লিটনের সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ গ্রামের নিজ বাড়িতে প্রবেশ করে। এ সময় লিটনকে লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে অপারেশন থিয়েটারে নেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
সোমবার বাদ আসর সুন্দরগঞ্জের মাস্টারপাড়ার পারিবারিক কবরস্থানে এমপি লিটনকে দাফন করা হয়।