
গাইবান্ধা প্রতিনিধি : দুর্বৃত্তদের গুলিতের গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেল আওয়ামী লীগ।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে পৌর শহরের বঙ্গবন্ধু মুর্যাল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম মঞ্জু।
সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা মাসুদুল আলম চঞ্চলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
এর আগে বঙ্গবন্ধু মুর্যাল চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।