
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে রেজাউল ইসলাম লিটন (৩৭) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার ধোপাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রেজাউল উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি রামভদ্র (কদমতলা) গ্রামের আবুল হাশেমের ছেলে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, লিটন হত্যা মামলায় রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানাহাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দেখা করার কথা বলে এমপি মনজুরুল ইসলাম লিটনের সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মাস্টারপাড়ার নিজ বাড়িতে প্রবেশ করে। এ সময় লিটনকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।