গাইবান্ধা প্রতিনিধি : এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী আব্দুল কাদের খানের বাড়ি থেকে একটি পিস্তল ও ম্যাগাজিনসহ ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ১টার দিকে কাদের খানের সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি গ্রামের বাড়ির উঠানের একটি গর্ত থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, কাদের খানের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির উঠানের গর্তে রাখা একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তলটি এমপি লিটন হত্যাকাণ্ডে ব্যবহার করেছিল খুনিরা।
তিনি আরো জানান, লিটন হত্যায় তিন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়। তার মধ্যে কাদের খান একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি আগেই জমা দেন। অন্য অস্ত্রটি উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এর আগে বুধবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত কাদের খানের পুকুর ও বাড়িতে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়।