এরপরই শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

ক্রীড়া ডেস্ক : আর সপ্তাহ তিনেক সময়ও নেই, এরপরই শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। চার টেস্টের সিরিজ সামনে রেখে এরই মাঝে দুই দলের বিভিন্ন পরিকল্পনা শোনা যাচ্ছে। দুই দলের খেলোয়াড়দের কথা লড়াইও শুরু হয়ে গেছে। এবার অস্ট্রেলিয়াকে হুঙ্কার ছাড়লেন ভারতীয় ওপেনার মুরালি বিজয়। স্টিভেন স্মিথের দলের বিপক্ষে তিনি ৪-০ তে সিরিজ জিততে চান।

সিরিজে ভারত অস্ট্রেলিয়ার ওপর আধিপত্য বিস্তার করবে বলে মনে করেন বিজয়। ভারতীয় সংবাদমাধ্যমকে বিজয় বলেছেন, ‘অস্ট্রেলিয়া সেরা একটি দল। তবে গত তিন বছরে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি। আমি মনে করি, আমরা অস্ট্রেলিয়ার ওপর আধিপত্য বিস্তার করব। ৪-০ তে সিরিজ জেতার চেষ্টা থাকবে আমাদের।’

২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে বিজয় দুবার আউট হয়েছিলেন মিচেল স্টার্কের বলে। এর মাঝে একটি ছিল সিডনিতে চতুর্থ টেস্টে তিন বলে ডাক। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ান পেসারের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানালেন বিজয়, ‘আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত (স্টার্কের বিপক্ষে)। আমার সামর্থ্য নিয়ে যথেষ্ট বিশ্বাস আছে আমার। আমি নিশ্চিত এটা আমাকে ভালো করতে সাহায্য করবে। আমি আমার খেলার উন্নতি করার জন্যও কাজ করছি।’

গত কয়েক বছরে এশিয়ায় অস্ট্রেলিয়ার টেস্ট পারফরম্যান্স মোটেই ভালো নয়। শেষ ২০ টেস্টে মাত্র তিনটি জয়। এর মাঝে দুটি বাংলাদেশের বিপক্ষে, সেগুলোও প্রায় এক দশক পুরোনো স্মৃতি। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ৩-০ তে সিরিজ হেরেছে। সিরিজে কেবল অধিনায়ক স্মিথ ও শন মার্শ ইনিংসে ৬০ এর বেশি রান করতে পেরেছিলেন। স্মিথের দল এবার ভারত সফরে কী করে, সেটাই এখন দেখার বিষয়। আগামী ২৩ ফেব্রুয়ারি পুনেতে শুরু প্রথম টেস্ট।