
জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার দাবি করেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় থাকলে দেশে শ্রমিকরা অবহেলিত থাকত না, ভাল মজুরি নিয়ে সুখে-স্বাচ্ছন্দ্যে থাকত।
মহান মে দিবস উপলক্ষে সোমবার রাজধানীর মিরপুর মাজার রোডে জাতীয় মোটর শ্রমিক পার্টি আয়োজিত র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাওলাদার বলেন, শুধু শ্রমিকরা কেন? সব পেশার লোকজন শান্তিতে থাকতেন, যদি পল্লীবন্ধু আজ ক্ষমতায় থাকতেন।
তিনি বলেন, জানমালের নিরাপত্তা, শান্তির জন্য ‘পরীক্ষিত এরশাদকেই’আবার ক্ষমতায় বসাতে হবে। তাহলে জঙ্গিবাদ, জেএমবি, সন্ত্রাসবাদের আত্মপ্রকাশ ঘটবে না।
‘দেশের রাস্তাঘাট যদি কথা বলতে পারত তাহলে বলত আবার এরশাদকে ক্ষমতায় আনা হোক। জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশে শান্তি ফিরে আসবে। দেশে নৈরাজ্য, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি হবে না’- বলেও মন্তব্য করেন হাওলাদার।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখন থেকেই তোমরা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ দেশের মানুষের কাছে যাও, জাতীয় পার্টির সোনালি আমল তুলে ধরো, জনগণকে বলো তারা যেন আবার এরশাদকে একটা সুযোগ দেয়। জনগণের এই সুযোগের প্রতিদান আমরা পূরণ করব।
পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা বলেন, বড় দুটি দল বারবার ক্ষমতায় থাকলেও জনগণকে শান্তি দিতে ব্যর্থ। তাই আমরা জাতীয় পার্টির সোনালি শাসনামলকে ফিরে পেতে চাই।
মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি এসএম ফয়সল চিশতী বলেন, জাতীয় পার্টি জনগণের দল। আমরা হিন্দু, মুসলমান, মালিক, শ্রমিক, কর্মচারী মিলে একত্রে শান্তিতে থাকতে চাই। সবার জন্য সুন্দর বাংলাদেশ গড়াই সাবেক রাষ্ট্রপতির একমাত্র লক্ষ্য।
সমাবেশে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, যুবসংহতি নেতা হেলাল উদ্দিন, সুমন আশরাফসহ শ্রমিক পার্টির নেতারা।
এর আগে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও মোটর শ্রমিক পার্টির সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাকের নেতৃত্বে নেতাকর্মীরা মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র্যালিতে অংশ নেন মোটর শ্রমিক পার্টির নেতাকর্মীরা।