এর মাধ্যমে আয়কর আদায় হয়েছে ৪ হাজার ৩৬ কোটি ৩৬ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : বেঁধে দেওয়া সময়ের মধ্যে রিটার্ন দাখিল হয়েছে ১৪ লাখ ২৬ হাজার ৯৬০ জন করদাতা। এর মাধ্যমে আয়কর আদায় হয়েছে ৪ হাজার ৩৬ কোটি ৩৬ লাখ টাকা।

বৃহস্পতিবার আয়কর জমা দেওয়ার শেষ দিনে রাত ৮টা পর্যন্ত এ তথ্য জানা গেছে।জাতীয়র রাজস্ব বোর্ডের (এনবিআর) জ্যেষ্ঠ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বেঁধে দেওয়া সময়ের মধ্যে রিটার্ন দাখিল হয়েছে ১৪ লাখ ২৬ হাজার ৯৬০ জন। গত অর্থবছরে রিটার্ন জমা দিয়েছিলেন সাড়ে ১১ লাখ করদাতা। এক্ষেত্রে প্রবৃদ্ধি ২৫ শতাংশ। তবে সময় বাড়ানোর জন্য আবেদন পড়েছে ১ লাখ ২৪ হাজার ৮৯৭টি।

ব্যক্তি শ্রেণির করদাতাদের কাছ থেকে মোট আদায় হয়েছে ৪ হাজার ৩৬ কোটি ৩৬ লাখ টাকা। যা ২০১৬-১৭ অর্থবছরের তুলনায় ২১ দশমিক ০২ শতাংশ বেশি। গত বছর ৩ হাজার ৩৩৫ কোটি ২১ লাখ টাকা আদায় হয়েছিল।