
নিজস্ব প্রতিবেদক : চাঁদাবাজির অভিযোগে রাজধানীর রমনা থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মনিরুজ্জামানসহ দুজনের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে মামলাটি করেন ডেভেলপার ব্যবসায়ী মো. জামিল হোসেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করে আগামী ৩ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার অপর আসামি হলেন ওসমান গনি।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী জামিল হোসেনের সাথে আসামি ওসমান গনির ব্যবসার সুবাদে বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। ওসমান গনি বিভিন্ন সময়ে জামিল হোসেনকে ব্যবসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা ইনভেস্ট করেন। বাদী ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হলে আসামির ইনভেস্টকৃত টাকা যথা সময়ে পরিশোধ করতে পারেননি। এজন্য ওসমান গনি জামিল হোসেনের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে গত ১৭ জানুয়ারি একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালত মামলাটি রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। মামলার সূত্র ধরে আসামি মনিরুজ্জামান বাদীকে তার নিকট হাজির হওয়ার জন্য মোবাইল ফোনের মাধ্যমে নির্দেশ দেন। গত ২ মে বাদী থানায় গেলে তাকে আটকে রাখা হয়। এরপর মনিরুজ্জামান ওসমান গনিকে দুই কোটি টাকার চেক দিলে বলেন। অন্যথায় তাকে জঙ্গি মামলা, বিস্ফোরক মামলা এবং বিস্ফোরক উপাদান কিনে বিস্ফোরক মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেন। বাদী চেক দিতে অস্বীকৃতি জানালে মনিরুজ্জামানসহ ২/৩ জন পুলিশ তার কক্ষে নিয়ে কিল ঘুষি ও লাথি মারেন। পরদিন হাজতে থাকা অবস্থায় বাদী তার স্ত্রীকে ফোন করে বাসা থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর একটি চেক বই এনে আসামি মনিরুজ্জামানের সহায়তায় ১২টি চেকে এক কোটি ৩৬ লাখ টাকা উল্লেখ করে এবং তারিখ উল্লেখ না করে চেকে এবং ৩০০ টাকার নন জুডিশিয়াল অলিখিত স্ট্যাম্পে বাদীর স্বাক্ষর নিয়ে তাকে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখিয়ে থানা হাজত থেকে মুক্তি দেয়।