নিউজ ডেস্ক : একাত্তরের ৩ ডিসেম্বর। দিনটি মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। ইতিহাসের এই দিনে পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তের বিমানঘাঁটিগুলোতে অতর্কিতে বোমাবর্ষণ করে। এর মধ্য দিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হয়ে যায়। যদিও যে দুরভিসন্ধি নিয়ে ইয়াহিয়া চক্র ভারতকে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের সঙ্গে জড়িয়েছিল তা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়।
এ দিন মিসেস গান্ধী পশ্চিমবঙ্গ সফর করছিলেন। বিকেলে কলকাতায় এক জনসভায় তাঁর বক্তৃতা দেওয়ার কথা। সে অনুযায়ী যখন তিনি মঞ্চে বক্তৃতা করছিলেন ঠিক সে সময় তাঁর দেশের পশ্চিম সীমান্তের নয়টি বিমানঘাঁটিতে পাকিস্তানি বিমানবাহিনী হামলা চালায়। এ ঘটনা মিসেস গান্ধীকে জানানো হলে তিনি দ্রুত সভাস্থল ত্যাগ করে দিল্লি ফিরে আসেন এবং কর্তব্য স্থির করতে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন। সেদিন রাতে এক বেতার ভাষণে মিসেস গান্ধী দেশবাসীকে চরম ত্যাগ স্বীকারের জন্য তৈরি হওয়ার আহ্বান জানান।
৩ ডিসেম্বরই মূলত শুরু হয় পূর্ব রণাঙ্গনে বাংলাদেশ-ভারত মিলিত বাহিনীর যুদ্ধ তৎপরতার চূড়ান্ত অধ্যায়। এ দিন বাংলাদেশ-ভারত যুক্ত কমান্ড গঠন করা হয়। এর নেতৃত্বে ছিলেন লে. জেনারেল জে এফ আর জ্যাকব। ইউপিএল থেকে প্রকাশিত তাঁর ‘সারেন্ডার অ্যাট ঢাকা’ গ্রন্থে তিনি ৩ ডিসেম্বরের বর্ণনায় লিখেছেন : ‘…১০৭১ সালের ৩ ডিসেম্বর বিকেল প্রায় পাঁচটা ৪০ মিনিটে পাকিস্তানি বিমানবাহিনী ভারতের পশ্চিম সীমান্তে আমাদের বিমানঘাঁটিগুলোর ওপর বোমাবর্ষণ শুরু করে। একসঙ্গে বেশ কয়েকটি বিমানঘাঁটির ওপর হামলা চালানো হয়, কিন্তু আমার ক্ষয়ক্ষতি হয়েছিল সামান্যই। আমি আজও পর্যন্ত বুঝে উঠতে পারিনি, তাদের এই আক্রমণের পদ্ধতি ও সময় নির্ধারণের পেছনে কী যুক্তি ছিল!
অন্যদিকে জেনারেল নিয়াজির কাছ থেকে আমরা চমকপ্রদ এক তথ্য পাই এই হামলা প্রসঙ্গে। লে. জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি পাকিস্তান সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান ছিলেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত তাঁর ‘দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান’ গ্রন্থে আমরা মুখোমুখি হই এক ভিন্ন বার্তার। সেখানে নিয়াজি লিখছেন : ‘…১৯৭১ সালের ৩ ডিসেম্বর আমি সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে একটি বার্তা পাই। আমাকে পরামর্শ দেওয়া হয়, ভারত যেহেতু পূর্ব পাকিস্তানে আক্রমণ চালাতে যাচ্ছে, তাই আমাকে বিদ্যমান পরিস্থিতির আলোকে সেনা মোতায়েন করতে হবে।
একই দিন আরেকটি বার্তার মাধ্যমে আমাকে জানানো হলো, ভারত কাশ্মির ও পশ্চিম পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। … ভারত পশ্চিম পাকিস্তানে আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে- এমন মিথ্যা খবর জেনারেল হেড কোয়ার্টাস কেন আমাদের পাঠিয়েছিল, তা আমি বুঝতে ব্যর্থ হয়েছি। আসলে, আমরাই পশ্চিম অংশে লড়াই শুরু করেছিলাম।’
মিথ্যাচারের এখানেই শেষ নয়। পাকিস্তানি বাহিনী পশ্চিম পাকিস্তানে ফ্রন্ট উন্মুক্ত করে স্থল ও আকাশে ভারত আক্রমণ করার পর ভারত ও বাংলাদেশ বাহিনী সম্মিলিতভাবে বাংলাদেশ সীমান্তে আক্রমণ শুরু করে। রাতে রাওয়ালপিণ্ডিতে একজন সরকারি মুখপাত্র বলেন, পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। পাকিস্তানি বিমানবাহিনী সেনাবাহিনীকে সাহায্য করছে। পূর্ব পাকিস্তানের সমস্ত রণাঙ্গনে যুদ্ধ চলছে এবং সার্বিকভাবে পরিস্থিতি পাকিস্তানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
এখানে সত্যটা হলো, ভারতীয় বাহিনী পূর্ব পাকিস্তানকে ঘিরে ফেলার প্রচেষ্টায় সীমান্তের ৭টি এলাকা দিয়ে প্রচণ্ডতম আক্রমণ পরিচালনা করে। এবং তারা কয়েকটি রণাঙ্গনে সুবিধাজনক অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়। এর সঙ্গে যুক্ত হয় মুক্তিবাহিনীর চতুর্মুখি গেরিলা আক্রমণ। এই আক্রমণ সুস্পষ্টভাবেই নিয়াজিকে দিশেহারা করে তোলে। যার শেষ পরিণতি ১৬ ডিসেম্বর নিয়াজির আত্মসমর্পণ।