নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ বলেছেন, ‘এ পর্যন্ত পাওয়া সুপারিশসমূহ রাজনৈতিক দলগুলোর সামনে তুলে ধরা হবে।’
এ ছাড়া কমিশন সংলাপ শেষ করে সব প্রস্তাব একীভূত করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংলাপপরবর্তী ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ইসির ভারপ্রাপ্ত সচিব জানান, সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধির সংলাপ শেষে ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের মতামত নেওয়া শুরু হবে। ঈদের আগে ২৪, ২৮ ও ৩০ আগস্টের পর ঈদুল আজহা শেষে ১০ সেপ্টেম্বর থেকে ফের সংলাপ শুরু হবে।