নিজস্ব প্রতিবেদক, বরিশাল : এ বছর বরিশাল জেলায় ৫৬৩টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তাই প্রতিমা তৈরিতে রাত-দিন শিল্পীরা ব্যস্ত সময় পার করছে। এর মধ্যে বরিশালের ১০ উপজেলায় মন্ডপের সংখ্যা ৫২৯টি। বাকি মন্ডপগুলো বরিশাল সিটি এলাকায়।
জেলা পূজা উদযাপন পর্ষদের সভাপতি রাখাল চন্দ্র দে বলেন, ‘প্রতি বছরের ন্যায় এ বছরেও বরিশালের মন্ডপে মন্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার আয়োজন। ৩০ সেপ্টেম্বর মহালয়া মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা।’
বরিশাল মহানগর পূজা উদযাপন পর্ষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু বলেন, ‘এ বছর বরিশাল মহানগরীতে ৩৪টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এসব মন্ডপ সজ্জার কাজও প্রায় শেষের পথে। ৩০ সেপ্টেম্বরের আগেই সকল কাজের সমাপ্ত করা হবে। ’
এই মন্ডপগুলো হচ্ছে : নতুন বাজার এলাকায় শ্রীশ্রী শংকর মঠ, শ্রীশ্রী রামকৃষ্ণ মিশন, শ্রীশ্রী কালী মাতার মন্দির, ঝাউতলা ২য় গলি শ্রীশ্রী দুর্গা মন্দির, হাসপাতাল রোডে শ্রীশ্রী দুর্গা মন্দির কারিকর বিড়ি, কালীবাড়ি সড়কে পাষানময়ী কালী মাতার মন্দির, সদর রোডে জগন্নাথ দেবের মন্দির, কাঠপট্টি রোডে চার্চওয়ার্ড মন্দির, নিয়োগী প্রাঙ্গণ মন্দির, ফলপট্টি মহানগর দুর্গাপূজা মন্ডপ, বাজার রোডে বড় কালিবাড়ী মন্দির, রাধা গোবিন্দ জিউর মন্দির, দপ্তর খানা দুর্গা মন্দির, ভাটিখানা পূজা মন্ডপ, কাউনিয়া প্রধান সড়কে লোকনাথ বাবার মন্দির, অপরাজিতা কুঞ্জ আশ্রম, অষ্টকোনা লোকনাথ বাবার মন্দির, টিয়াখালীর ঐতিহ্যবাহী ঠাকুরবাড়ি দুর্গা মন্দির, বিশ্বাসবাড়ী দুর্গা মন্দির, মহাশ্মশান কাউনিয়া দেবীবরণ পূজা কমিটি, জানকি সিংহ হরিজন কলোনিতে রাধাকৃষ্ণ ও মহামায়া মন্দির, চকবাজার এলাকায় মদনমোহন জিউর মন্দির, জিয়া সড়কে শ্রীশ্রী জয় ও কামেশ্বরী মন্দির, বগুড়া রোডে শ্রীশ্রী গৌড়িয় মঠ জয়শ্রী জীবসেবা, কাউনিয়া ব্রাঞ্চ রোডে সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির, শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির, ২৭নং ওয়ার্ডে সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির, পূর্ব স্ব-রোডের মরণ দাসের কাঠের গোলা সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির, ২৩ নং ওয়ার্ড টিয়াখালী সার্বজনীন দুর্গা মন্দির।
জেলা পূজা উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জি কুদু ও মহানগর পূজা উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক সুরজিৎ দত্ত লিটু জানান, এ বছর দেবী দুর্গার আগমন হবে ঘোটকে (ঘোড়া) চড়ে। আগামী ৭ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসবের মূল পূজা শুরু হবে, শেষ হবে ১১ অক্টোবর বিজয়া দশমীর বির্সজনের মধ্যে দিয়ে।
দুর্গাপূজাকে ঘিরে এবারের আয়োজনের মধ্যে থাকছে ৭ অক্টোবর দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ, ৮ অক্টোবর সপ্তমীতে সকালে মহাসপ্তমী, ৯ অক্টোবর সকালে দেবীর মহাষ্টমী পূজা আরম্ভ, রাত ১১টা থেকে ১১টা ৫২ মিনিটে সন্ধি পূঁজা, ১০ অক্টোবর পূর্বাহ্নে দেবীর মহানবমী পূজা সমাপন ও ১১ অক্টোবর সকাল ৯টা ৫৩মিনিটে দশমী পূজা আরম্ভ এবং সন্ধ্যা ৬টা ৬ মিনিটে পূজা সমাপন ও রাতে প্রতিমা বিসর্জন।