ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক টেস্টের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। চাইলে আপনিও টিকিট বুকিং দিতে পারবেন। অনলাইনে টিকিট বুকিং দিতে পারবেন এই ঠিকানায়, www.eventsnow.com।
টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ রুপি, সর্বোচ্চ ৫০০০ রুপি। এ ছাড়া ৬০০, ৮০০, ১৫০০, ২০০০ ও ৩০০০ রুপির টিকিটও রয়েছে। একজন সর্বোচ্চ ১০টি টিকিটে বুকিং দিতে পারবেন।
আগামী ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমবারের মতো ভারতের বিপক্ষে তাদের মাটিতে টেস্টে মুখোমুখি হবে। ম্যাচটি তাই ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা ছড়াচ্ছে।
৫৫ হাজার দর্শক রাজীব গান্ধী স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবে। ম্যাচের উত্তাপ ছড়িয়ে দিতে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিসিআই প্রতিদিন ৫০০০ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে স্টেডিয়ামে প্রবেশের টিকিট দেবে। পশ্চিম ও পূর্ব গ্যালারির প্রায় পুরোটাই স্কুলের ছাত্র-ছাত্রীদের দখলে থাকবে।
ম্যাচ আয়োজনের জন্য বিসিসিআই থেকে ৬০ লাখ রুপি পাচ্ছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েসন। সংস্থাটির সেক্রেটারি কে জন মনোজ বলেছেন, ‘ফান্ড এখন কোনো ইস্যু নয়। আমরা পুরোদমে ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। কিছুদিনের মধ্যেই বিসিসিআই থেকে ম্যাচ আয়োজনের ফান্ড পেয়ে যাব।’
স্কুলের ছাত্র-ছাত্রীদের ফ্রি’তে খেলা দেখা নিয়ে মনোজ বলেছেন, ‘আমরা স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি তারা চাইলে প্রতিদিন সর্বোচ্চ ৫০০ ছাত্র-ছাত্রীকে স্টেডিয়ামে পাঠাতে পারবে। আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নেব।’
তথ্যসূত্র : দ্য হিন্দু