ক্রীড়া প্রতিবেদক : ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন ভারতে। ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।
তার আগে আগামীকাল সকালে ভারত ‘এ’ দলের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। হায়দরাবাদের জিমখানা মাঠে বাংলাদেশ সময় সকাল দশটায় শুরু হবে প্রস্তুতি ম্যাচটি। সোমবার শেষ হবে দুইদিনের প্রস্তুতি ম্যাচ।
প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে আজ হায়দরাবাদে অনুশীলন করেছে বাংলাদেশ দল। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং অনুশীলন করে টাইগাররা। দলের সবাই সুস্থ্য আছেন। আগামীকাল প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে ১৫ জন খেলোয়াড় থাকবেন। তাদের সঙ্গে ১৬তম খেলোয়াড় হিসেবে থাকবেন ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে বল হাতে আলো ছড়ানো আবু জায়েদ রাহী।