ঐতিহাসিক ৭ই মার্চের উপর আলোচনা সভা শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজে

এম এম সি মেহেদী হাসানঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ইমার্চের ভাষনকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো। এ উপলক্ষ্যে শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অধ্যক্ষ বটু গোপাল দাশের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গৌরম্ভা ইউ পি চেয়ারম্যান ও কলেজ গভর্ণিং বডির সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দীন গাজী, গভর্ণিং বডির সদস্য স,ম আব্দুর রব, বিমল কৃষ্ণ কুন্ডু, সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, দীন মহম্মদ মোল্লা, সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, শেখ শামীম ইসলাম প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপন করেন সহকারী অধ্যাপক মো: হোসাইন ছায়েদীন। সভায় বক্তরা ঐতিহাসিক ৭ মার্চ কে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষনার দাবী জানান। এ সময় অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।