বিনোদন ডেস্ক : অনেকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, উর্দু কবি সাহির লুধিয়ানবি ও কবি-ঔপন্যাসিক অমৃতা প্রীতমের জীবনী নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা। সঞ্জয় লীলা বানসালির সঙ্গে সহ-প্রযোজনার পাশাপাশি অমৃতা চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা সিনেমাটিতে অভিনয় করছেন না। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির কাস্টিংয়ে পরিবর্তন আনা হয়েছে। প্রিয়াঙ্কার পরিবর্তে এতে অমৃতা প্রীতমের ভূমিকায় অভিনয় করবেন ঐশ্বরিয়ার রাই বচ্চন। শুধু তাই নয়, সাহির লুধিয়ানবির চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। সিনেমাটি পরিচালনা করবেন জসমীত রীন। আগামী বছরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হবে।
সবকিছু ঠিক থাকলে এটি হবে অভিষেক-ঐশ্বরিয়া জুটির একসঙ্গে নবম সিনেমা। ২০০০ সালে ধাই আকসার প্রেম কে সিনেমায় সর্বপ্রথম একসঙ্গে অভিনয় করেন তারা। বাস্তব জীবনে জুটি বাঁধার পর ২০১০ সালে রাবণ সিনেমায় জুটি বাঁধেন অভিষেক-ঐশ্বরিয়া। সিনেমাটি পরিচালনা করেছিলেন মনি রত্নম।
এছাড়া নির্মাতা-অভিনেত্রী হিসেবে বানসালি ও ঐশ্বরিয়ার মধ্যে রসায়নটা বেশ ভালো। এর আগে বানসালির হাম দিল দে চুকে সনম, দেবদাস, গুজারিশ সিনেমায় অভিনয় করেছেন ঐশ্বরিয়া। এমনকি রাম লীলা সিনেমার আইটেম গানও এ অভিনেত্রী করবেন বলে শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত গানটিতে ঐশ্বরিয়ার পরিবর্তে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যায়।