ওবামার প্রণীত স্বাস্থ্যনীতি বাতিলে পরিকল্পনা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার প্রণীত স্বাস্থ্যনীতি বাতিলে পরিকল্পনা প্রকাশ করেছে রিপাবলিকান আইনপ্রণেতারা।

ওবামার প্রণীত স্বাস্থ্যনীতি, যা ওবামাকেয়ার নামে পরিচিতি পায়, তা বাতিল করে নাগরিকদের জন্য আরো কার্যকরী নতুন স্বাস্থ্যনীতি আনার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনা তারই অংশ।

ওবামাকেয়ারে সবার জন্য স্বাস্থ্যবিমা সর্বোচ্চ গুরুত্ব পায়। কিন্তু রিপাবলিকানদের স্বাস্থ্যনীতিতে স্বাস্থ্যবিমা বাদ দিয়ে স্বাস্থ্যসেবায় গুরুত্বারোপ করা হচ্ছে। নাগরিকদের স্বাস্থ্যসেবায় আরো বেশি বিনিয়োগের কথা বলা হয়েছে নতুন পরিকল্পনায়। কিন্তু এর কঠোর বিরোধিতা করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।

২০১০ সালে প্রণীত স্বাস্থ্যনীতি ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে বিতর্ক সৃষ্টি করে রিপাবলিকানরা। তবে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট ওবামা এতে স্বাক্ষর করে স্বাস্থ্যসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী পরিবর্তন সূচিত করেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকানরা এই নীতি বাতিলের কথা বলে আসছেন। তবে দীর্ঘদিন তারা একটি বিকল্প নীতি দিতে ব্যর্থ হন।

যদিও কংগ্রেসের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে রিপাবলিকানরাই সংখ্যাগরিষ্ঠ, তবু নতুন এই স্বাস্থ্যনীতির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। প্রেসিডেন্ট ট্রাম্পও হয়তো পরিকল্পনার বিষয়ে এখনো পুরোপুরি পরিষ্কার নন।