
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রয়াত মনজুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদা জাহান স্মৃতি।
শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সৈয়দা খুরশিদা জাহান স্মৃতি তার ফুফা শ্বশুরকে সঙ্গে নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা স্থানীয় রাজনীতির বিষয়ে একান্তে কথা বলেন। খুরশিদা জাহান স্মৃতি স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ কয়েকজন নিকটাত্মীয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের লিটনের স্ত্রীকে তৃণমূল নেতাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করার এবং ধৈর্য্য ধরার পরামর্শ দেন।
এ বিষয়ে জানতে সৈয়দা খুরশিদা জাহান স্মৃতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গার শাহবাজপুরে গ্রামের বাড়িতে দুবৃর্ত্তদের গুলিতে আহত হন মনজুরুল ইসলাম লিটন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে ওই আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা আহম্মেদকে।