ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত। মঙ্গলবার(১০ জানুয়ারি) একটি মামলার শুনানিতে হাজির না হওয়ায় এমন নির্দেশ দিয়েছেন করাচির আদালত। তবে, পরোয়ানাটি জামিনযোগ্য বলে জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকা ডন।

২০১৬ সালের ৬ আগস্টে করাচিতে গাড়িতে ধাক্কা লাগা নিয়ে ঘটে যাওয়া ছোট একটি ঘটনার জের ধরেই ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আমিরুর রেহমান নামে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেখানকার আদালতে মামলা করেন ওয়াসিম। কিন্তু সেই মামলার বাদী হিসাবে শুনানিতে ৩১ বার হাজির না হওয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

গ্রেপ্তার এড়াতে আগামী ১৭ জানুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে ওয়াসিম আকরামকে। গত বছরের আগস্টে মেজর (অব.) আমিরুর রেহমানসহ কয়েকজনকে আসামি করে বাহাদুরাবাদ থানায় মামলা করেন ওয়াসিম আকরাম। কিন্তু সে সময় জামিন নিয়ে গ্রেপ্তার এড়ান রেহমান। এমনকি ওয়াসিমের গাড়ি লক্ষ্য করে গুলি করার ঘটনার জন্য তিনি ক্ষমাও চান ওয়াসিমের কাছে।